![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1/uploads/media/2020/04/14/f87d9e1b3e303d9fe6c1d9c12be3b262-5e95e12187405.jpg?jadewits_media_id=664362)
কলকাতার মৈত্রী মেলায় বঙ্গবন্ধুর বার্তা
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২০, ০৮:০০
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে প্রত্যাবর্তনের পর যত সভা সমাবেশে গেছেন, সবখানেই ভারতের প্রধানমন্ত্রী ও ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। বঙ্গবন্ধু বলেন, ভারত সরকার ও সেদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাতেই হবে।
১৯৭২ সালের ১৫ এপ্রিল কলকাতায়...