রবি-জিপি দ্বন্দ্ব চরমে, নতুন ঠেলাঠেলি স্পেকট্রাম নিয়ে
দেশের প্রধান দুই মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও রবি’র মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে। আগে থেকেই ব্যবসায়িক কারণে দেশের শীর্ষ এবং দ্বিতীয় শীর্ষ অপারেটরের মধ্যে নানা বিষয়ে ঠেলাঠেলি থাকলেও এবারকার বিষয়টি অন্য পর্যায়ে চলে গেছে।
দ্বন্দ্বের এ পর্যায়ে রবি অবশ্য পাশে পাচ্ছে বাংলালিংক এবং টেলিটককে। অন্যদিকে শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন একাই লড়াই করার হুংকার দিচ্ছে।
দুই পক্ষ মুখোমুখি হয়ে লড়াইয়ে না নামলেও যারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, তারা ভালোই বুঝতে পারছেন বিষয়টি।
মোবাইল ফোন অপারেটর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন করে দ্বন্দ্বের শুরু হয়েছে করোনা পরিস্থিতিতে সরকারকে সহায়তা করতে রবি’র এগিয়ে আসাকে কেন্দ্র করে।
করোনাকালে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এবং বিগডেটা এনালাইসিস করে কীভাবে করোনা ঝুঁকিপূর্ণ এলাকা নিরূপণ করা যায়, সে বিষয়ে সরকারকে বিশেষ সহায়তা দিচ্ছে রবি।