মিরপুর ১০ নম্বর সেকশনের এ ব্লকের ১৮ নম্বর সড়ক। ছোট এই সড়কের দক্ষিণে আবাসিক ভবন রয়েছে নয়টি। আর উত্তরে রয়েছে আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্প। সব মিলিয়ে এই সড়কের দুপাশে অর্ধলক্ষাধিক মানুষের বসবাস। করোনা সংক্রমণ ঠেকাতে ছুটি ঘোষণার পর সাধারণ মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়ে প্রতিদিন একাধিকবার পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাইকিং করেন। তাঁদের টহলের পর আশপাশের দোকানের ঝাঁপি বন্ধ হয়ে যায়। লোকজন ঘরে ঢুকে যায়। পুলিশের টহল দল চলে গেলে আবার সরব হয়ে বেরিয়ে আসে লোকজন। বাসিন্দারা পুলিশি তৎপরতার প্রশংসা করলেও ঘরে থাকার ব্যাপারে খুব একটা আগ্রহী থাকেন না। এই চিত্র কেবল মিরপুরে নয়, রাজধানী ঢাকায় প্রায় সব এলাকায়। তবে প্রশংসা ও অসন্তোষ, যা-ই প্রাপ্য হোক না কেন, করোনা প্রতিরোধে নগরবাসীকে ঘরে রাখতে সামনের দিনগুলোয় মানবিক আচরণের পাশাপাশি কঠোরও হবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশি তৎপরতা জোরদার করতে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ও টহল কার্যক্রম জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.