৩০ এপ্রিল পর্যন্ত অন অ্যারাইভাল ভিসা স্থগিত

বণিক বার্তা প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২০, ১১:০০

নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে ৩০ এপ্রিল পর্যন্ত সব দেশের যাত্রীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে বাংলাদেশ। বাংলাদেশে থাকা সব বিদেশী মিশনে গত রোববার এ-সংক্রান্ত নোট ভারবাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।জানা গেছে, বাংলাদেশ ৩০ এপ্রিল পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত করেছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে থাকা সব কূটনৈতিক মিশন, জাতিসংঘের দপ্তর ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে ১২ এপ্রিল নোট ভারবাল পাঠানো হয়েছে। এর আগে একই ধরনের নোট ভারবাল গত ১৯ মার্চ পাঠানো হয়েছিল। নভেল করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় সরকার এ বিষয়ে আগের নোট ভারবাল স্থগিত করে নতুন নোট ভারবাল দিয়েছে।বিদেশী মিশনগুলোতে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ৩০ এপ্রিল পর্যন্ত সব দেশের যাত্রীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে বাংলাদেশ। এছাড়া বিদেশী নাগরিক যাদের বৈধ ভিসা রয়েছে বা নতুন ভিসার জন্য আবেদন করেছেন, এমন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের জন্য ৭২ ঘণ্টার মধ্যে নেয়া মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে। সেই নাগরিক কভিড-১৯-এ আক্রান্ত নন ও এ ধরনের কোনো লক্ষণ নেই, তা উল্লেখ থাকতে হবে। প্রতিটি যাত্রীকে এ মেডিকেল সার্টিফিকেট বাংলাদেশে আসামাত্র সংশ্লিষ্ট বিমানবন্দর বা সমুদ্রবন্দর বা স্থলবন্দরে জমা দিতে হবে। এতে বলা হয়েছে, যারা করোনা আক্রান্ত দেশ থেকে আসবেন তাদের বাংলাদেশে প্রবেশের পর দুই সপ্তাহের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। তারা নিজস্ব ব্যবস্থায় কোয়ারেন্টিনে থাকবেন, নাকি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন, তা বন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা সিদ্ধান্ত দেবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও