সোয়াইন ফ্লুর চেয়ে ১০ গুণ প্রাণঘাতী করোনা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
নভেল করোনাভাইরাস কতটা ভয়াবহ, গোটা দুনিয়া তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। যুক্তরাষ্ট্র, ইতালি, যুক্তরাজ্য ও স্পেনের মতো দেশগুলোও করোনার প্রাদুর্ভাব এড়াতে পারেনি। বিশ্বজুড়েই ভয়ঙ্কর আকার ধারণ করেছে করোনাভাইরাস। এমন এক অবস্থায় চরম সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগের প্রাণ সংহারী ক্ষমতার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস গতকাল বলেন,গত দশকের আরেক মহামারি সোয়াইন ফ্লুর চেয়েও ১০ গুণ বেশি প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মিত সংবাদ সম্মেলনে টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস বলেন, সোয়াইন ফ্লু যাকে আমরা এন১এইচ১ ভাইরাস বলে জানি, তারচেয়েও ১০ গুণ প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। ২০০৯ সালে সারা বিশ্বে মহামারির আকার ধারণ করেছিল সোয়াইন ফ্লু।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.