স্বাস্থ্যসেবার মুনাফাবিহীন বিশ্বায়ন ঘটাচ্ছে কিউবা
বণিক বার্তা
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০, ১৬:০০
গত শতাব্দীর শেষ দিকে শুরু হয় অর্থনৈতিক বিশ্বায়নকে অনেকটাই নেতিবাচক দৃষ্টিতে দেখা। কেননা এর সমালোচকদের দাবি যে এই বিশ্বায়ন মূলত পুঁজির বিশ্বায়ন। একচেটিয়া পুঁজির অবাধ চলাচল নির্বিঘ্ন করার জন্যই ‘ওয়াশিংটন ঐকমত্যে’র ভিত্তিতে পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী দেশগুলো এই অর্থনৈতিক দাওয়াইয়ের ব্যবস্থা করেছিল। ফলে বিশ্বায়নের নব্য উদারতাবাদ তৃতীয় বিশ্বসহ অনেক দেশেই সংকট ত্বরান্বিত করেছিল।