![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/04/13/image-144392-1586747015.jpg)
ফাঁকা চার্চ থেকেই ইস্টারে করোনার কাছে হার না মানার আহ্বান পোপের
ইত্তেফাক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০, ০৮:৫৯
এমন দিনে কানায় কানায় পূর্ণ থাকে সেন্ট পিটার্স ব্যাসিলিকা। আর পবিত্র ইস্টারের দিনে তো কথাই নেই। সেই চার্চ আজ জনমানবহীন। সেখানে থেকেই আশার বার্তা দিলেন পোপ ফ্রান্সিস। ওয়েবকাস্টে সেই বার্তা দেখলেন কোটি কোটি মানুষ।