![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/04/12/e2f820fe3aa8aef062bc16bcfe93cf5f-5e932c4bc4713.jpg?jadewits_media_id=1525104)
সন্ত্রাসের সঙ্গে করোনাভাইরাসের মিল–অমিল
প্রথম আলো
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০, ০৮:০০
করোনাভাইরাসের ব্যাপক বিস্তার সারা পৃথিবীকে স্থবির করে দিয়েছে। দৈনন্দিন জীবনকে এলোমেলো করে দেওয়ার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে এই কোভিড-১৯। ঠিক অনেকটা সন্ত্রাসবাদের মতো। বিশেষজ্ঞরা তাই বলছেন, নতুন করোনাভাইরাসের আছে নিজস্ব ঘরানার সন্ত্রাস। আর এরই মধ্যে তার অনুভব ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।