![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/04/13/image-144384-1586737802.jpg)
রাজধানীর ছিন্নমূল শিশুদের পুষ্টিকর দই দিলো অনন্যা ও গ্রামীণ ডানোন
ইত্তেফাক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০, ০৬:২৬
বিশ্বজুড়ে চলমান করোনা ভাইরাসের সংক্রমণে স্থবির পুরো পৃথিবী। ব্যতিক্রম ঘটেনি বাংলাদেশের ক্ষেত্রেও। দেশে এখন বিরাজ করছে লকডাউন পরিস্থিতি। যেখানে সব ধরনের অফিস, কল-কারখানা বন্ধ মানুষের জীবন বাঁচানোর তাগিদে, সেখানেই দারিদ্র সীমার নীচের মানুষের জীবন দিন দিন হয়ে পড়ছে দুর্বিসহ।