![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/04/12/image-144202-1586687885.jpg)
অ্যাম্বুলেন্স না পেয়ে মৃত সন্তানকে নিয়ে ৪৮ কিলোমিটার হাঁটলেন মা!
ইত্তেফাক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২০, ১৬:২৭
হাসপাতালের দোরে দোরে ঘুরেছিলেন কয়েক ঘণ্টা। অ্যাম্বুলেন্স নেই। পায়ে হেঁটেই এ হাসপাতাল থেকে ও হাসপাতাল। প্রবল জ্বরে কোলেই নেতিয়ে পড়েছিল ছোট্ট ছেলেটা। বাঁচাতে পারলেন না মা। ক্লান্ত শরীর আর চিকিৎসার অভাবে মায়ের কোলেই চোখ বুজল ছেলে। সন্তানের মৃতদেহ আঁকড়ে ৪৮ কিলোমিটার পথ পায়ে হেঁটে বাড়ি ফিরলেন সন্তানহারা মা। সম্প্রতি ভারতের জেহানাবাদে এ ঘটনা ঘটে।