![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/04/12/3f4c5267c8e8fde7ca6472cd965925f6-5e929fbf361dd.jpg?jadewits_media_id=1524941)
যাঁকে জড়িয়ে না ধরলে রুবেলের দিন সম্পূর্ণ হয় না
সৃষ্টিকর্তার আদেশে পৃথিবীতে এসে তিনটি প্রশ্নের জবাব আবিষ্কার করেছিলেন দেবদূত। এই তিনটি প্রশ্ন মানুষের জীবনে প্রতি মুহূর্তের প্রশ্ন, সারা জীবনের প্রশ্ন। মানুষের কি আছে? মানুষের কি নেই? মানুষ কি নিয়ে বাঁচে? দেবদূত জেনেছিলেন, মানুষের মধ্যে প্রেম আছে। মানুষ হয়তো আগামী এক বছরের কথা ভেবে রাখবে, কিন্তু সে জানে না হয়তো সন্ধ্যা পর্যন্তও তাঁর আয়ু নেই। আর মানুষ বেঁচে থাকে প্রেমে, মায়ার টানে। রাশিয়ার খ্যাতনামা লেখক লিও তলস্তয়ের 'মানুষ কী নিয়ে বাঁচে' গল্প থেকে নেওয়া এ তিনটি প্রশ্ন। জাতীয় দলের পেসার রুবেল হোসেনের ফেসবুক স্ট্যাটাস দেখলে শেষ প্রশ্নটি অনেকের মনে পড়তে পারে। এই পৃথিবীতে মানুষ তো মায়ার টানেই বেঁচে আছে! বর্তমান পরিস্থিতিতে বিষয়টি রন্ধ্রে রন্ধ্রে অনুভব করার কথা। করোনাভাইরাস মহামারিতে মৃত্যুর মিছিল চলছে গোটা বিশ্বে। এমন সময়ে মায়া-মমতার বাঁধনে জড়িয়ে রাখার ভালোবাসার মানুষদেরই তো বুকে জড়িয়ে রাখতে ইচ্ছে হয়। কার জীবন কখন অনিশ্চিত হয়ে পড়বে, সে তো কেউ নিশ্চিত না।