ঘরে থাকতে হবে। ধরতে হবে ধৈর্য। এই ক্রান্তিকাল কেটে না যাওয়া পর্যন্ত করোনাভাইরাসের প্রতিষেধক আপাতত এটাই। গোটা পৃথিবী স্থবির হয়ে পড়েছে। বাড়ছে মৃত্যুর মিছিল। এমন কিছু নিজের ৪৬ বছরের জীবনে কখনো দেখেননি সৌরভ গাঙ্গুলী। শুধু বিসিসিআই সভাপতি কেন অনেকের জীবনেই এমন মহামারি এই প্রথম। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা বলেছেন দেশটির সাবেক এই অধিনায়ক, ‘এটা ভয়ংকর। ৪৬ বছরের জীবনে কখনো এমন কিছুর ভেতর দিয়ে যাইনি। গোটা বিশ্বই এমন কিছু এর আগে দেখেনি। আশা করি আবারও যেন এই পরিস্থিতির মধ্য দিয়ে কাউকে যেতে না হয়। আগামী দুই সপ্তাহে আরও কত লোক মারা যাবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে গোটা পৃথিবী। এটা অবিশ্বাস্য!’ বিশ্বের ১৮৫টি দেশে সংক্রমিত হয়েছে করোনাভাইরাস। প্রায় ১৮ লাখের মতো মানুষ আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৪৮২। এর মধ্যে বাঁচানো যায়নি ৩০জনকে। সংকটময় এ মুহূর্তে সবাইকে পরামর্শও দিয়েছেন ভারতের সাবেক এ অধিনায়ক। সৌরভের ভাষায়, ‘নিজেকে এবং আশপাশের মানুষকে দেখে রাখুন। মূলত ধৈর্য ধরতে হবে। এটা কঠিন কারণ সব সময় ঘরে থাকতে হচ্ছে। বাইরে বের হলে আটকে দিচ্ছে কর্তৃপক্ষ। বিষয়টি হজম করে যান, সময়টা চলে যেতে দিন।’ আইপিএলের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন সৌরভ। করোনা আতঙ্কে এর আগে স্থগিত করা হয় আইপিএল। এ মৌসুমে আইপিএল মাঠে গড়াবে কি না , সে বিষয়ে আগে থেকেই সন্দেহ প্রকাশ করে আসছে সংবাদমাধ্যম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.