You have reached your daily news limit

Please log in to continue


৯৩ বছরের দাদি কোয়ারিন্টিনে গিয়ে বললেন ‘আমার আরো বিয়ার চাই’

ওলিভ ভেরোনেসির ব্যতিক্রম আবেদনে সাড়া দিয়েছেন অনেকেই। পেনসিলভ্যানিয়ায় থাকা এ দাদির জন্য তার অপরিচিত নাতিরা বিয়ারের অর্ডার করেছেন।  করোনাভাইরাসের হাত থেকে নিজেকে সুরক্ষায় বাসায় অবস্থান করছেন ৯৩ বছরের এ দাদি। কিন্তু তিনি এক বিরাট সমস্যায় পড়েছেন, বিয়ার শেষ হয়ে যাচ্ছে। তাই ভাবলেন, বিয়ারের সরবরাহ ঠিক রাখতে সৃজনশীল হতে হবে। সৃজনশীলতার ফলে এখন তিনি ফেসবুকে ভাইরাল। পেনশনভোগী এ দাদির একটি ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। ছবিতে তিনি একটি হোয়াইটবোর্ড ধরে আছেন। তাতে লেখা রয়েছে- ‘আমার আরো বেশি বিয়ার দরকার।’ তার অন্যহাতে রয়েছে ‘কুরস লাইট’ এর একটি ক্যান। ছবিটি নেয়া হয়েছে তার বাসার জানালার অপরপাশ থেকে। এটি একটি স্থানীয় টিভি স্টেশনের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। ছবিটি সেই থেকে ১০ লাখের বেশি মানুষ দেখেছে। অনেক মানুষ ওলিভের জন্য বিয়ার পাঠানোর প্রস্তাবও করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন