কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


করোনায় ইতালিতে ১০০ চিকিৎসকের মৃত্যু

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে ১০০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্যবিষয়ক সংস্থা এফএনওএমসিইও বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে। ওই সংস্থা একজন মুখপত্র জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে ইতালিতে ১০০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটির আরেকটি গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিতে ৩০ জনের অধিক নার্সেরও মৃত্যু হয়েছে। পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারর্সের তথ্যমতে, শনিবার (১১ এপ্রিল) এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইতালিতে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছে ১৮ হাজার ৮৪৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু হয়েছে ৫৭০ জনের। এছাড়া করোনায় আক্রান্ত ১ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন