![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/thumb/msid-75084025,width-1200,height-630,resizemode-4/year-ender-poll.jpg)
হাসপাতাল বা ব্যাংকে যেতেই হবে? কলকাতায় নামছে ৩০০ ট্যাক্সি!
এইসময় (ভারত)
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০, ১৯:০৬
kolkata news: পরিবহণ দফতর সূত্রে খবর, শ্যামবাজার, উল্টোডাঙ্গা, এক্সাইড, গড়িয়াহাট, গড়িয়া- এই পাঁচটি জায়গায় থাকবে ট্যাক্সি স্ট্যান্ড। তবে, হলুদ ট্যাক্সি নয়, আপাতত এই কাজে নামানো হচ্ছে নীল-সাদা ট্যাক্সি। ইতোমধ্যে ট্যাক্সি ইউনিয়নগুলির সঙ্গে এ বিষয়ে কথাবার্তাও চালানো হয়েছে।