ব্যবহারকারী নোটিফিকেশন বন্ধ করে দিতে পারবে। নোটিফিকেশন কতক্ষণ পর আবার চালু হবে সেটাও উল্লেখ করা যাবে এই মোডে। ফেসবুক চায় করোনাভাইরাসের প্রভাবে হোম কোয়ারেন্টিনে থাকাকালীন তার সময়টা যেনো নিবিঘ্নে কাটে। তাই এই ফিচারটি চালু করেছে। অনেকেই এখন বাড়িতে বসেই অফিসের কাজ করছে। পাশাপাশি পরিবার পরিজনকে সময় দিচ্ছেন। তাই ফেসবুক চায় তার সময়টুকু যেনো সঠিকভাবে কাজে লাগে। ফেসবুকের নোটিফিকেশনে যেনো তার বিঘ্ন না ঘটে। নতুন এই ফিচার নিয়ে ফেসবুক নিউজ রুম জানিয়েছে, ‘এই ফিচার চালুর ফলে, আপনার পরিবার এবং বন্ধু-বান্ধবদের উপর বেশি মনোযোগী হবেন। কোনও বিঘ্ন ছাড়াই ঘুমানো বা আপনি ঘরে কীভাবে সময় কাটাচ্ছেন তা পরিচালনা করতে সহায়তা করুক করবে।’ ধরুন আপনি আগামী এক ঘণ্টার জন্য ফেসবুকের নোটিফিকেশন চান না। সেজন্য নিরব মোডে গিয়ে সেটিং বদলে দিলেন। এখন আপনি আধা ঘণ্টা পরই যদি ফেসবুক অ্যাপে প্রবেশ করতে চান তবে ফেসবুক জানিয়ে দেবে যে আপনি নিরব মোডে আছেন। ফেসবুকের মতে, ব্যবহারকারীরা যে ধরণের পোস্ট দেখেন সেগুলো এবং যে আপডেটগুলো তারা গ্রহণ করে তার উপর নতুন এই মোড আরো ভালো কাজ করবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক ক্র্যাঞ্চ জানিয়েছে, এই মোড চালুর ফলে ফেসবুক আপনাকে জানিয়ে দেবে আপনি কতক্ষণ ফেসবুক ব্যবহার করছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.