বিষ মেশানো শুয়োর খেয়ে বেঘোরে মৃত্যু দুই রয়্যাল বেঙ্গলের!
এইসময় (ভারত)
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০, ১৮:৩৯
nation: একাংশের দাবি, ফসল বাঁচাতে সম্ভবত বুনো শুয়োরটিকে বিষ মেশানো খাবার দিয়েছিলেন আসিবাসীরা। সেই শুয়োর খেয়েই মৃত্য়ু হয়েছে বাঘ দু'টির। দু'টি বাঘেরই বয়স প্রায় ১০ বছর। বাঘ দু'টির দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না। তাই চোরাশিকারের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন বনকর্মীরা।