কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লকডাউনে সৃষ্টি হলো বাবা-ছেলের ব্যান্ড!

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০, ১৫:১৭

করোনা প্রতিরোধে গোটা দেশ প্রায় লকডাউন। সিংহভাগ মানুষ রয়েছেন কোয়ারেন্টিনে। বাংলায় বললে, গৃহবন্দী জীবন। ঠিক এমন পরিস্থিতিতে কণ্ঠশিল্পী আশীষ হাতে তুলে নিলেন গিটার। ডেকে নিলেন তার ৭ বছর বয়সী পুত্র অংশুমানকে। সিদ্ধান্ত নিলেন, এই লকডাউন সময়টাকে তারা কাজে লাগাবেন গানে গানে।যেমন ভাবনা তেমন কাজ, পিতা-পুত্র গড়ে তুললেন ব্যান্ড ‘সং ফর গুড’। লাইনআপ এমন- গিটার ও কণ্ঠ আশীষ এবং শেকার ও কণ্ঠ অংশুমান। গানের কথা-সুর তৈরি করছেন আশীষ নিজেই।সাতদিন বয়সী এই ব্যান্ড এরমধ্যে পাঁচটি গান উপহার দিয়েছে। যা প্রকাশ পেয়েছে ব্যান্ডের নামে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে। যারমধ্যে যেমন রয়েছে করোনা প্রতিরোধ নিয়ে জনসচেতনতা বৃদ্ধির গান, তেমনি রয়েছে লকডাউনের মাঝেও জীবনের ঝুঁকি নিয়ে যারা এখনও বাইরে কাজ করছেন তাদের নিয়ে। করোনা বিষয়ের বাইরেও পিতা-পুত্র গান গেয়ে মুগ্ধ করছেন শ্রোতাদের। বিশেষ করে শিশু শ্রোতাদের লক্ষ্য করে তারা গেয়েছেন তিনটি ছড়াগান। এমন উদ্যোগ প্রসঙ্গে আশীষ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আগে থেকেই গাওয়ার চেষ্টা করছি। মূলত বাচ্চাদের জন্য গান করতাম। তবে গান বেঁধে সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরিকল্পনা এ পর্যন্ত ছিলো না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও