![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020April/sm/china-bg20200410151031.jpg)
খাওয়া নিষিদ্ধ, ফলে চীনে এখন কুকুরের সুদিন!
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০, ১৫:০৮
করোনা ভাইরাস মহামারির মুখে নতুন করে প্রশ্নবিদ্ধ হয়েছে চীনাদের খাদ্যাভ্যাস। সে তালিকায় স্থলজ-জলজ বিষাক্ত থেকে শুরু করে সহজলভ্য, বিরল, বিপন্ন প্রায় সব জাতের প্রাণীই আছে। কিন্তু, বাছবিচারহীন খাদ্যাভ্যাসের ফলে করোনা ভাইরাসের মতো অনেক কিছুই মানুষের শরীরে প্রবেশ করে জীবন বিপন্ন করে তুলতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মত।