৭২’এ পড়লেন জয়া বচ্চন। ৭২ এর জন্মদিনে ভাইরাল হতে শুরু করেছে জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চনের প্রেমের গল্প। জয়া-অমিতাভের ৪৬ বছরের টানা সম্পর্কের সূত্রপাত কীভাবে হয়েছিল জানেন? ১৯৭১ সালে যখন গুড্ডি মুক্তি পায়, তখন থেকেই অমিতাভে সঙ্গে জয়ার প্রেমের সূত্রপাত। ওই ছবির সেট থেকেই জয়ার প্রতি টান অনুভব করতে শুরু করেন বিগ বি। সম্পর্কিত খবর করোনা রুখবে হোমিওপ্যাথি, মন্তব্য করে ট্রোলের শিকার অমিতাভঅমিতাভ বচ্চনের করোনা নিয়ে ভিডিও সতর্কবার্তা, মাছি থেকেও ছড়ায়অমিতাভের বাড়ির সামনে যেতে ভক্তদের মানা, দিলীপ আইসোলেশনে জয়ার চোখে হারিয়ে যান অমিতাভ। ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারেই বিচার করেন। শুধু তই নয়, অমিতাভ এবং জয়া যখন কেরিয়ারের মধ্য গগণে, তখনই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। জানা যায়, জঞ্জির বক্স অফিসে সাফল্য ফেলে তারা লন্ডন বেড়াতে যাবেন বলে স্থির করেন। জঞ্জির বক্স অফিসে চূড়ান্ত সাফল্য পেলে, পরিকল্পনা অনুযায়ী লন্ডনের টিকিট কেটে ফেলেন অমিতাভ, জয়া কিন্তু বাধ সাধেন হরিবংশ রাই বচ্চন। বিগ বি-কে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিয়ে না করে কোনো ভাবেই একসঙ্গে বিদেশে বেড়াতে যাওয়া যাবে না। বাবার কথা অনুযায়ী, পরদিন সকালে পরিবার, বন্ধুদের খবর দেওয়া হয়। সেই সঙ্গে ডেকে আনা হয় পুরোহিতকে। রাতে লন্ডনের বিমান থাকায় ওইদিন সকালে একেবারে সাদামাটাভাবে বসে অমিতাভ-জয়ার বিয়ের আসর। ভারতীয় পোশাক পরে গাড়ি চালিয়ে গিয়ে মালাবার হিলস থেকে তুলে আনেন জয়া বচ্চন (তখন জয়া ভাদুড়ি)-কে। এরপর কয়েক ঘণ্টার মধ্যই তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই তারা রাতে লন্ডনের বিমান ধরেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.