![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/04/09/a1ef3a4898f1d3c1fb1c3444d4b7df52-5e8f193ee2e88.jpg?jadewits_media_id=1524377)
‘জীবন থেকে নেয়া’র ৫০ বছর আজ
প্রথম আলো
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০, ০৯:০০
কালজয়ী নির্মাতা জহির রায়হান পরিচালিত ‘জীবন থেকে নেয়া’ ছবির এই গল্প ছিল যেন স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের এক সাংস্কৃতিক মুখবন্ধ। জীবন থেকে নেয়া এবার ৫০ বছরে পড়ছে। কাল ১০ এপ্রিল চলচ্চিত্রটি মুক্তির অর্ধশতক পূর্ণ হবে। জহির রায়হানের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় আনিস ফিল্মস করপোরেশনের পরিবেশনায় ১৯৭০ সালে মুক্তি পেয়েছিল ছবিটি।