![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/03/08/b10290a115406ade47885d119c13978b-5e65106799798.jpg?jadewits_media_id=1515628)
করোনাভাইরাস, বর্তমান প্রেক্ষাপট ও আমাদের অবস্থান
প্রথম আলো
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২০, ১৮:৪৭
করোনাভাইরাসের সংক্রমণের হার যেমন দিনদিন বাড়ছে, তেমনি বাড়ছে মৃত্যুর হার। এ অবস্থায় দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা যা বলছেন, তার ওপর আস্থা রাখতে হবে। সরকার ও আমাদের সম্মিলিত উদ্যোগে, মানুষে-মানুষে সংস্পর্শ এড়ানোর মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে হবে।