বাইরে মানুষের আনাগোনা বেড়েছে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২০, ১২:০৯

দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি বাড়লেও মানুষের বাইরে বের হওয়া রোধ করা যাচ্ছে না। বজায় রাখা যাচ্ছে না সামাজিক দূরত্বও। গত কয়েক দিনের তুলনায় বৃহস্পতিবার রাস্তাঘাটে মানুষের আনাগোনা বেশি দেখা যাচ্ছে। শবে বরাত উপলক্ষে মানুষ কেনাকাটা করতে বাইরে বেরিয়ে এসেছেন। রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কয়েকটি স্থান ঘুরে এ চিত্র দেখা গেছে। যাত্রাবাড়ী, মাতুয়াইল, রায়েরবাগসহ কয়েকটি স্থানের বাজারে প্রচুর ভিড় দেখা গেছে। এতদিন গরুর মাংসের দোকানগুলো বন্ধ থাকলেও আজ তা খুলেছে। মানুষ জমিয়ে মাংস কিনছেন। মুরগি বিক্রির দোকানগুলোর সামনেও ভিড় দেখা গেছে। মাস্ক পরা ছাড়া কাউকেই করোনার সংক্রমণ রোধে দূরত্ব মেনে চলতে দেখা যায়নি। কারও কারও মুখে মাস্কও ছিল না। মাতুয়াইলে খানবাড়ি মোড়ে মাছ বিক্রি করছেন মোসলেম মিয়া, তার মুখে মাস্ক নেই। তিনি বলেন, 'রোজগার না করলে চলমু কেমনে বাবা। মাছ বেচাই আমার কাম। মুখে মাস্ক দিলে কাস্টমারের লগে কথা কমু কেমনে। আমি বাবা বেশি সময় থাহি না।’ উত্তর রায়েরবাগ বাইতুত তাকওয়া মসজিদ (দোতলা মসজিদ) থেকে মেইন রোড পর্যন্ত নিত্যপণ্য বিক্রি করা হয়। এখানে ব্যাপক ভিড় দেখা গেছে। নারীদের সংখ্যাই ছিল বেশি। এই বাজারে বাজার করতে এসেছেন ইলিয়াস হোসেন। তিনি বলেন, কবরস্থানের দক্ষিণ পাশে চাঁনবানু মসজিদ গলিতে আমার বাসা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও