বরিশালে করোনা ওয়ার্ড থেকে পালিয়েছেন ২ রোগী

সময় টিভি প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২০, ১৯:৩৩

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে দুইদিনে দুই রোগী পালিয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করে করোনা ওয়ার্ডের গেটে পুলিশ মোতায়েনের জন্য লিখিত আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৪ এপ্রিল বিকেলে জ্বর, গলাব্যথা ও কাশি নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন ৬৫ বছরের এক ব্যক্তি। তার বাড়ি ভোলা জেলার সদর উপজেলায়। এরপর ৭ এপ্রিল বেলা ১১ টার পর তাকে আর খুঁজে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। অপরদিকে গত ৫ এপ্রিল দুপুরে জ্বর, গলাব্যথা ও কাশি নিয়ে ৩৫ বছরে এক নারী করোনা ওয়ার্ডে ভর্তি হন। তার বাড়ি বরগুনা জেলার সদর উপজেলায়। ৬ এপ্রিল, সোমবার থেকে তাকে খুঁজে পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। দুই রোগী পালিয়ে যাওয়ার ঘটনা কোতোয়ালি মডেল থানাকে লিখিতভাবে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনা রোধে ২৪ ঘণ্টায় তিন শিফটে মোট ছয়জন পুলিশ করোনা ওয়ার্ডের গেটে নিরাপত্তার জন্য মোতায়েনের লিখিত অনুরোধ জানান হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও