কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গদখালির ফুল এখন পশুখাদ্য

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২০, ১৬:৩০

বাংলাদেশে ফুলের বাজার প্রায় দেড়হাজার কোটি টাকার৷ দেশের সীমানা ছাড়িয়ে গদখালির ফুল এখন বিদেশেও রপ্তানি হয়৷ বৈশ্বিক মহামারী কোভিড-১৯র কারণে পুরো বিশ্বই আজ লকডাউন৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, গত ২৪ মার্চ থেকে গদখালি ফুলের বাজার বন্ধ রয়েছে৷ অথচ বাংলাদেশে ডিসেম্বর থেকে এপ্রিল হচ্ছে ফুলের ভরা মৌসুম৷ বিশেষ করে বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস ও বাংলা নববর্ষে ফুলের চাহিদা অনেক বেড়ে যায়৷ ঝিকরগাছার নন্দী ডুমুরিয়া গ্রামের গোলাম রসুল বলেন, তিনি এ বছর ১০ বিঘা জমিতে গোলাপ, জবা, গাঁদা, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাসের পাশাপাশি জারবেরা চাষ করেছেন৷ ‘‘পরিবহন ও দোকানপাট বন্ধ রয়েছে৷ ফুলের বাজার বসছে না৷ কেনাবেচা নেই৷ এদিকে ফুল না কাটলে নতুন করে আর কুঁড়ি আসে না৷ তাই গোলাপ ফুল কেটে ছাগল-গরু দিয়ে খাওয়াতে হচ্ছে৷’’ অথচ, এসময়ে প্রতিদিন সূর্য ওঠার আগেই চাষি, পাইকার, মজুরের হাঁকডাকে যশোর শহর থেকে ২০ কিলোমিটার পশ্চিমে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে ফুলের স্বর্গরাজ্য গদখালী বাজার মুখর হয়ে উঠার কথা ছিল৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও