করোনা সংক্রমণ এড়াতে নেপালে জারি হয়েছে লকডাউন। শহরের ব্যস্ততম এলাকাগুলো শুনশান, নিঝুম। ফলে বন্য প্রাণীদের অবাধ বিচরণভূমি হয়ে উঠেছে শহরের রাজপথ। মাঝেমধ্যেই বনবেড়াল বা শিয়ালের দেখা মিলছে। সম্প্রতি নেপালের রাস্তায়...