বিশাল অংকের মুচলেকা দিয়ে ৩২ দিন পর কারামুক্ত রোনালদিনহো
ভুয়া পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে প্রবেশ, বিমানবন্দরে ধরা পড়ে জেলে বন্দী, মামলার রায়ে ৬ মাসের জেল, অতঃপর বিশাল অঙ্কের মুচলেকা দিয়ে কারামুক্তি- গত ৩২ দিনে সারা বিশ্ব যখন কাঁপছে করোনা আতঙ্কে, তখন জেলের চক্কর দিয়েই সময় কেটেছে ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোর। তবু কপাল ভালোই বলতে হয় তার। এসব প্রতারণার মামলায় খুব সহজে বেইল দিতে চায় না ওসব দেশের আদালত। সেখানে ছয় মাসের শাস্তি পেলেও, ৩২ দিনের মধ্যেই বের হতে পারলেন তিনি। তবে এখনই পুরোপুরি মুক্তি নন রোনালদিনহো। তাকে থাকতে হবে 'হাউজ অ্যারেস্ট' অবস্থায়। এর জন্য অবশ্য বিশাল অঙ্কের মুচলেকা দিতে হয়েছে তাকে। প্রায় ১৩ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১৪ কোটি টাকার কাছাকাছি) খরচা করেই কারাবন্দী জীবন থেকে মুক্ত হলেন ব্রাজিলিয়ান জাদুকর। গত মাসের ৬ তারিখ নিজের ভাই রবার্তোকে সঙ্গে নিয়ে প্যারাগুয়ে যাওয়ার সময়ে জাল পাসপোর্টসমেত বিমানবন্দরে ধরা পড়েন রোনালদিনহো। শুরু থেকেই তিনি বলে আসছেন, এই জাল পাসপোর্তের ব্যাপারে তার কিছু জানা নেই। কারণ সবকিছুর ব্যবস্থা করেছে তাকে আমন্ত্রণ জানানো প্রতিষ্ঠান। কিন্তু তাতে কি আর আইনের মন গলে? কোন কথা না শুনে চালান করে দেয়া হয় জেলহাজতে এবং ছয় মাসের শাস্তি হয় শুনানিতে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.