![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/04/07/08cb7dd046bd534ec84db5e7b114e149-5e8ca35025dab.jpg?jadewits_media_id=1523956)
শুটিং ফাঁসানোর প্রমাণ আছে
প্রথম আলো
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২০, ০৮:০০
গত ডিসেম্বর মাসে ছোট পর্দার নির্মাতা সেরনিয়াবাত শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন। সেখানে উল্লেখ করেন, অভিনেত্রী তাসনুভা তিশা তাঁর ওয়েব সিরিজ ‘সিটি অব এরর’–এর শেষ দিনের শুটিং ফাঁসিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ অভিনেত্রীকে শুটিং ফাঁসানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। খবরটি নির্মাতার দৃষ্টিগোচর হলে ‘প্রমাণসহ’ তিনি ফের দাবি করেন, তাঁর শুটিং তাসনুভা তিশা ফাঁসিয়েছিল