কেন আড়ালে ছিল কভিড-১৯
বণিক বার্তা
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২০, ০৩:০০
২০০৯ সালে মার্কিন সরকার একটি প্রকল্প হাতে নিয়েছিল। যেখানে তাদের গবেষণার বিষয়বস্তু ছিল প্রাণী থেকে মানবদেহে আসা যেসব ভাইরাস মহামারীর জন্য দায়ী তা খুঁজে বের করা। ‘প্রেডিক্ট’ নামের এ প্রজেক্টটির অর্থায়ন করে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। চীনসহ মোট ৩১টি দেশে তাদের টিম কাজ শুরু করেছিল। এর একটি অংশ ছিল বিশ্বব্যাপী হুমকি হতে পারে এমন সংক্রামক রোগের ওপর নজরদারি করা।
শক্তিশালী নেটওয়ার্ক ও হাজারো বিজ্ঞানীকে নিয়ে করা এ গবেষণার লক্ষ্য ছিল সম্ভাব্য বিপজ্জনক মহামারীর প্রাদুর্ভাব থামানো। কিন্তু ২০১৯ সালের শেষ দিকে অপ্রস্তুত বিশ্বকে হুমকির মুখে ফেলে দেয়া নভেল করোনাভাইরাস সে গবেষণায় চিহ্নিত হয়নি। প্রশ্ন হচ্ছে, কীভাবে মানবজাতিকে হুমকির মুখে ফেলে দেয়া এ ভাইরাসটি অনির্ণেয় থেকে গেল?