শঙ্কা দূর হচ্ছে ওষুধ খাতের
বণিক বার্তা
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২০, ০২:২৫
ওষুধ তৈরির কাঁচামাল অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টের (এপিআই) প্রায় ৮০ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। সিংহভাগ এপিআই আসে চীন, ভারত ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে। নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে চীন ও ইউরোপ থেকে গত দেড় মাসের বেশি সময় কাঁচামাল আসা প্রায় বন্ধ ছিল। এতে সামনের দিনগুলোয় দেশে ওষুধের সংকট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে আশার কথা হচ্ছে, চীন এপিআই আমদানির এলসি (লেটার অব ক্রেডিট) নেয়া শুরু করেছে। এলসির বিপরীতে সেটেলমেন্টও খুব দ্রুত করছে দেশটি। যেহেতু কাঁচামাল আসছে, তাই ওষুধের সংকট হবে না বলে জানিয়েছেন ওষুধ শিল্পসংশ্লিষ্টরা।