ঐতিহ্যের হালুয়া–রুটি
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২০, ১১:১৬
                        
                    
                আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি পবিত্র শবে বরাত। সে হিসেবে এবার ৯ এপ্রিল এই শবে বরাত। এরপর মূলত পবিত্র মাহে রমজানের দিনগণনা শুরু হয়। তাই রমজান মাসের আগমনের বার্তা এবং প্রস্তুতির প্রেরণা নিয়ে আসে এই রাত। বিকেল থেকেই শুরু হয় প্রতিবেশীদের বাড়িতে বাড়িতে হরেক রকম হালুয়ারুটি বিতরণের পর্ব।
শবে বরাতের দিনে এই হালুয়ারুটির অবশ্য ধর্মীয় কোনো তৎপর্য নেই। এটি নেহায়েত সামাজিক রেওয়াজ।...