![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1/uploads/media/2016/01/07/7e07c85517cefaa127f3f3ce145ae882-.jpg?jadewits_media_id=52951)
জামাত ও জুমায় উপস্থিতি সীমিত করা শরিয়ার দৃষ্টিকোণ থেকে ঠিক
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২০, ০৮:৪৫
জামাত ও জুমার উপস্থিতিকে সীমিত রাখার সরকারি নির্দেশনা শরিয়ার দৃষ্টিকোণ থেকে ঠিক ও যথার্থ বলে জানিয়েছেন হেফাজত আমির শাহ আহমদ শফী। সোমবার (৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
সংগঠনের প্রচার সম্পাদক মুহাম্মদ আনাস মাদানীর পাঠানো ওই বিবৃতিতে হেফাজতের আমির বলেন, ধর্ম বিষয়ক...