ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় দোকানপাট, বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে। সোমবার ভোর ৬টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদি বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িয়ে পড়া আওয়ামী লীগের দুই নেতা হলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন এবং মাঝারদিয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দিন মাতুব্বর। সালথায় থানার ওসি মোহাম্মদ আলী জিন্নাহ জানান, রবিবার রাতে কাগদি বাজারে মুরগী কেনা-বেচা নিয়ে গিয়াস উদ্দিনের সমর্থক খায়ের মোল্যার সঙ্গে আফছার উদ্দিন মাতুব্বারের সমর্থক রকি মাতুব্বরের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই সূত্র ধরে সোমবার সকালে আফছার উদ্দিন মাতুব্বারের সমর্থকদের সঙ্গে গিয়াস উদ্দিনের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষ দেশিয় অস্ত্র ঢাল-কাতরা, ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে একে অপরের উপর ধাওয়া পাল্টা ধাওয়া চালায়। এই ঘটনায় কাগদি বাজারের ১৫-২০টি দোকান ও কাগদি-বাতাগ্রামের ৮-১০টি বসতঘর ভাংচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.