![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020April/bg/jashore-pic20200406100805.jpg)
চৌগাছায় জোড়াবুকের যমজ শিশুর জন্ম
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২০, ১০:০৮
যশোর: যশোরের চৌগাছা উপজেলায় বুক জোড়ালাগা যমজ শিশু কন্যার জন্ম দিয়েছেন খুরশিদা নামে এক নারীর। তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবীজপুর গ্রামের উজ্জ্বল হোসেনে স্ত্রী। মা ও বুকজোড়া লাগানো যমজ শিশু সুস্থ আছেন বলে জানা গেছে।