You have reached your daily news limit

Please log in to continue


ট্রাম্পের ৬ সপ্তাহের গাফিলতি, আমেরিকার অপূরণীয় ক্ষতি

শুরুর ছয় সপ্তাহ ট্রাম্পের গাফিলতি, অবহেলায় নষ্ট করে অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে আমেরিকা। নতুন করোনাভাইরাস ‘কোভিড-১৯’কে প্রথমদিকে কোনো ভাইরাসই বলতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, এটি একটি ‘ফ্লু’ মাত্র। পরে তিনি ভাইরাসটিকে ‘চীনা ভাইরাস’ বলে উপহাসও করেছিলেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের কোনো পরামর্শকেই গুরুত্ব দেননি তিনি। আজ তারই মুখে শোনা যাচ্ছে ভিন্ন কথা। বলছেন, ‘চলতি ও আগামী সপ্তাহ কঠিন সময়, অনেক মানুষ মারা যাবে’। গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে আরও পাঁচ ও নিউ জার্সিতে দুই জন বাংলাদেশি মারা গেছেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। এ নিয়ে গত ১৬ দিনে নিউইয়র্কে ৫৮, নিউ জার্সিতে সাত এবং মিশিগানে পাঁচ জনসহ ৭০ জন বাংলাদেশি মারা গেলেন। আমেরিকায় এভাবে ছড়িয়ে পড়ার কারণ হিসেবে নিউইয়র্ক থেকে প্রকাশিত আজকাল পত্রিকার সম্পাদক ও জ্যাকশন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। চীনে করোনাভাইরাস শনাক্তের পর নিউইয়র্কের জেএফকে ও লস অ্যাঞ্জেলেসের বিমানবন্দর দিয়ে ৪ লাখ ৩২ হাজার চীনা নাগরিক আমেরিকায় এসেছেন।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন