You have reached your daily news limit

Please log in to continue


করোনার ধাক্কায় ৮ অস্ট্রেলিয়ান ক্রিকেটারের বিয়ে স্থগিত

বন্ধ ক্রিকেট, লকডাউন, সামাজিক দুরত্ব মেনে চলার নির্দেসশনা মেনে চলতে হচ্ছে। বিশ্ব মহামারী নোভেল করোনাভাইরাসের জন্য এবার বিয়ে পেছাতে বাধ্য হলেন ৮ অস্ট্রেলিয়া ক্রিকেটার। চলতি এপ্রিলেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার কথা ছিল লেগ স্পিনার অ্যাডাম জাম্পা, ডা’র্সি শটসহ ৮ অজি ক্রিকেটারের। কিন্তু করোনার ধাক্কায় সেই বিয়ে পিছিয়ে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই। গ্লোবাল ক্রিকেটিং ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট বলছে তেমনটাই। ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট বলছে এপ্রিল মাসে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল লেগ-স্পিনার অ্যাডাম জাম্পা, পেসার জ্যকসন বার্ড, অ্যান্ড্রু টাই, ওপেনার ডা’র্সি শট, অ্যালিস্টার ম্যাকডরমেট, মিচেল সুয়েপসনের। চলতি মাসে গাঁটছড়া বাঁধতে চলেছিলেন দুই অজি মহিলা ক্রিকেটার জেস জোনাসেন ও কেটলিন ফ্রিয়েটও। কিন্তু বিভিন্ন স্পোর্টস ইভেন্টের মতো এবার বিয়েও স্থগিত রাখছেন অজি ক্রিকেটাররা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন