![](https://media.priyo.com/img/500x/http://www.dainikamadershomoy.com/files/thumbs/daily-media/2020/04/05/650x365/murder.jpg)
করোনা কল্যাণে মুক্তি পেয়ে কাটলেন পুলিশের স্ত্রীর গলা
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২০, ০৯:০৫
সাধারণত কোনো অপরাধী মুক্তি পেলে ফিরে আসেন তার আগের জগৎ থেকে। কেউ কেউ অসৎ কাজ ছাড়তে না পারলেও মুক্তি পেয়েই আবার শুরু করেন, এমনটাও বলা যাবে না। তবে এদিক থেকে উল্টো নবীন গোটাফোদে। কারণ, করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কার কল্যাণে জেলখানা থেকে মুক্তি পেয়েই তিনি গলা কেটেছেন এক পুলিশ সদস্যের স্ত্রীর। করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার সেখানকার কারাগারের কয়েদিদের সাময়িক মুক্তি দেয়। মুক্তি পাওয়াদের তালিকায় ছিলেন নবীন গোটাফোদে। গতকাল শনিবার মহারাষ্ট্রের নাগপুরে এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর,…