প্রতিদিন ২০০০ ভাসমান মানুষের আহারের ব্যবস্থা করছেন ফেনী- ২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। জেলা শহরে রিকশাচালক, ভ্যানচালক, ছিন্নমূল, পথশিশুসহ ২০০০ মানুষকে খাবার দেবেন তিনি। শনিবার দুপুরে শহরের ট্রাংক রোডে শহীদ মিনারের পাদদেশে রান্না করা খাবারের প্যাকেট অসহায় ভাসমান মানুষের হাতে তুলে দেয়া হয়। ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদ (ফেকসু)’র ছাত্রী বিষয়ক সম্পাদক ইসরাত চৌধুরী দৌলা, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সহ- সভাপতি সাদিয়া সুলতানা রাত্রী, কলেজ ছাত্রলীগ নেত্রী দিলারা সুলতানা, পাপিয়া পিংকী, রোহান উদ্দিন মিহা, আয়েশা সিদ্দিকা রুপা প্রমুখ খাবার বিতরণ করেন। ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহম্মেদ তপু জানান, শনিবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। কলেজ ছাত্র সংসদ ও কলেজ ছাত্রলীগের মেয়েরা ক্যাম্পাসে নিজ হাতে খাবার রান্না করবে। রান্না শেষে প্যাকেট করে কলেজ ছাত্র সংসদের তত্ত্বাবধানে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভাসমান মানুষদের হাতে এসব খাবার বিতরণ করা হবে। মুক্তিযোদ্ধা সংসদ ফেনী জেলা ইউনিটের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব বলেন, চলমান অচলাবস্থায় ভাসমান মানুষগুলোর আহার একটি বড় বিষয়। স্বাভাবিক সময় কোনো না কোনোভাবে এরা খেয়ে পড়ে বাঁচত। এ সিদ্ধান্তে বোঝা যায়, এমপি সবস্তরের মানুষ নিয়ে ভাবেন। ফেকসুর ছাত্রী বিষয়ক সম্পাদক ইসরাত চৌধুরী দৌলা বলেন, জেলায় লক্ষাধিক মানুষের খাবারের যোগান দেয়ার পরও প্রতিদিন ভাসমান মানুষের যে আয়োজন তাতে রাস্তায় পড়ে থাকা মানুষগুলো অভুক্ত থাকবেন না, এটি ফেনীকে সারা দেশে আলোকিত করবে। করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে জেলার ৬টি উপজেলায় কর্মহীন ১ লাখ ২০ হাজার মানুষকে খাদ্য সহায়তা করেছেন নিজাম উদ্দিন হাজারী। সে সহায়তা শেষ না হতেই এবার শহরের রাস্তাঘাটে ভাসমান মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.