মানুষ ঘরবন্দি, লোকালয়ের স্তব্ধতা ভাঙছে ফিরে আসা পাখির কলতানে!

এইসময় (ভারত) প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২০, ১৭:৫১

nation: দেশে জরুরি অবস্থায় ঘরবন্দি মানুষ। শহরের ব্যস্ততা নই। নেই গাড়ির বিরক্তিকর হর্ন। নীল আকাশে এখন অনেকেই দুষণমক্ত। রাতের অন্ধকারে তারাগুলি এখন যেন বেশিই ঝলমল করে। আর এই পরিস্থিতিতে সবচেয়ে খুসিতে, আনন্দে রয়েছে পাখির দল। ফের শোনা যাচ্ছে হারিয়ে যাওয়া পাখির ডাক...

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও