![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/04/04/152a5d4309f4bd7e2f90c0791c73ac5e-5e8856661aa71.jpg?jadewits_media_id=1523118)
‘প্রাণীদের প্রাণ বাঁচাতে চইলা আসি’
প্রথম আলো
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২০, ১৫:৪০
মিরপুরের জাতীয় চিড়িয়াখানার বন্য প্রাণী তত্ত্বাবধায়ক নূর আলম। চিড়িয়াখানায় এখন রয়েছে ১৬টি জলহস্তী। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত ২০ মার্চ থেকে চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু এই প্রাণীদের দেখভাল করতে সাভারে নিজের বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতিদিন আসছেন।