![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/04/04/abc8327aedc14a3734b990fb6e648464-5e884f03624c2.jpg?jadewits_media_id=1523104)
‘লিন অন মি’র গায়ক বিল উইথার্স আর নেই
প্রথম আলো
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২০, ১৫:০৬
৮১ বছরে মারা গেলেন বিল উইথার্স। গত শতকের সত্তরের দশকের বিখ্যাত গান ‘ইউজ মি’, ‘লিন অন মি’, ‘লাভলি ডে’, ‘জাস্ট দ্য টু অব আস’, ‘গ্র্যান্ডমাস হ্যান্ড’, ‘এইন্ট নো সানসাইন’ গান দিয়ে হৃদয় কেড়েছিলেন ভক্তদের। পেয়েছেন তিনটি গ্র্যামি অ্যাওয়ার্ড। গত ৩০ মার্চ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। রকস্টার ও অভিনয়শিল্পী লেনি ক্রাভিটজ লিখেছেন, ‘তাঁর গান বিশ্বকে ভালোবাসতে শিখিয়েছে, শিখিয়েছে আশাবাদী হতে। শক্ত হা