কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ধূমপান না ছাড়লে পড়তে পারেন করোনার থাবায়

পূর্ব পশ্চিম প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২০, ১৪:৩৫

ধূমপায়ীদের ক্ষেত্রে কোভিড-১৯’র মারণছোবল অন্যদের তুলনায় অনেক বেশি। ধূমপায়ীদের আশেপাশে যারা থাকেন, তাদেরও প্রায় একই রকম বিপদ। বিশ্ব স্বাস্থ্যসংস্থা বার বার অনুরোধ করছেন এই পরিস্থিতিতে ধূমপান ছেড়ে দিতে৷ একই আবেদন জানিয়েছেন ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল৷ সম্পর্কিত খবর যে দেশগুলোতে ছড়ায়নি করোনাভাইরাসকরোনার প্রভাবে এলোমেলো পুরো শিক্ষাপঞ্জিসময়ে এক ফোঁড়, অসময়ে দশ ফোঁড় ধূমপায়ীদের জন্য বিপদ কতটা বেড়েছে, তা উঠে এসেছে বিশ্বব্যাপী কয়েকটি সমীক্ষা ও গবেষণায়। চীনে কোভিড আক্রান্ত মানুষদের মধ্যে ১০৯৯ জনকে নিয়ে সমীক্ষা করে ‘দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’তে সেই রিপোর্ট প্রকাশিত হয়েছে৷ তাতে দেখা গিয়েছে, অধূমপায়ীদের তুলনায় প্রায় তিন গুণ সংখ্যক ধূমপায়ী জটিল অবস্থায় ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি হয়েছেন৷ তাদের কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস চালাতে হয়েছে৷ তারপরও তাদের বেশির ভাগই মারা গিয়েছেন৷ ৭৮ জন জটিল কোভিড রোগীদের নিয়ে সমীক্ষা করে দেখা গেছে তাদের অধিকাংশই ধূমপায়ী৷ ইতালির স্বাস্থ্য গবেষণা এজেন্সি জানিয়েছে, কোভিড ১৯’তে মৃতদের মধ্যে প্রায় ৭০ শতাংশই পুরুষ এবং তাদের অধিকাংশই ধূমপায়ী৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণ হলে অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীর অবস্থা জটিল হতে পারে প্রায় ১৪ গুণ৷ বিপদ ঠেকাতে ‘টোকিও মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ ও ‘জাপান সোসাইটি ফর টোব্যাকো কন্ট্রোল’ এগিয়ে এসেছেন বেশ কয়েক কদম৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও