![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/04/03/3fc5c60f662568ef2dbcfa3364213fa8-5e8763a201b92.jpg?jadewits_media_id=1523004)
করোনাকালে প্রকৃতির পৌষ মাস
প্রথম আলো
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২০, ০৯:০৯
সারা বিশ্বে এখন আতঙ্ক একটাই—নতুন করোনাভাইরাস। লাখ লাখ মানুষ এখন নতুন করোনাভাইরাসে আক্রান্ত। মারা যাচ্ছে হাজারে হাজার। ঠিক এমন পরিস্থিতিতেই প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। মানুষ ভুগলেও, প্রকৃতি সতেজ রূপে আবির্ভূত হয়েছে।