চীনে আজ পালিত হবে জাতীয় শোক
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২০, ০৬:৪২
হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণ হারানো নাগরিকদের স্মরণে জাতীয় শোক দিবস পালন করবে চীন। আজ শনিবার সকাল ১০টায় (স্থানীয় সময়) পুরো দেশে একযোগে ৩ মিনিটের নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হবে দিবসটি। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিয়ানহুয়া তাদের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, সমগ্র চীনসহ বিদেশি প্রত্যেকটি রাষ্ট্রে যেখানে দূতাবাস, কনস্যুলেট রয়েছে- সেখানে করোনায় নিহতদের স্মরণে একযোগে জাতীয় শোক দিবস পালন করা হবে। সর্বত্র তিন মিনিট নীরবতা পালন করা হবে।