কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সমগ্র মানব জাতি এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে: ভারতের প্রধানমন্ত্রী

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২০, ০৬:০২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনগণ বীরত্বের সঙ্গে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে। এই লড়াই কিন্তু কারো একার নয়, সমগ্র দেশবাসীর সম্মিলিত সংগ্রাম। আজ শুক্রবার সকাল ৯টায় জাতির উদ্দেশ্যে ১১ মিনিটের এক ভিডিও বার্তায় তিনি বলেন, সমগ্র মানব জাতি এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা ভারতের সর্বত্র লকডাউন ঘোষণা করেছি এবং আপনারা সেই নিয়ম মেনে ঘরবন্দী হয়ে রয়েছেন। কেউ কোথাও বেরোতে পারছেন না বলে হয়তো ভাবছেন আপনারা একা হয়ে পড়েছেন, আপনাদের পাশে কেউ নেই। সেটা ঠিক নয়। আমরা সকলে একসঙ্গে রয়েছি, শুধু সামাজিক দূরত্ব মেনে আলাদা আলাদা জায়গায়। তিনি বলেন, ১৩০ কোটি ভারতবাসী যে ঐক্যবদ্ধ, তা বোঝানোর জন্য আসুন আমরা একটা অভিনব কর্মসূচি পালন করি। আগামী রবিবার ৫ই এপ্রিল রাত ঠিক ৯টার সময় আমরা সকলে একযোগে আমাদের ঘরের সব আলো নিভিয়ে দিয়ে হাতে একটি প্রদীপ, কিংবা মোমবাতি, কিংবা টর্চ, অথবা মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট, এরকম যে কোনও একটা আলো নিয়ে বাড়ির বারান্দায় অথবা দরজার সামনে এসে দাঁড়ান। এই ভাবে ঠিক ৯ মিনিট দাঁড়িয়ে থাকুন। এই আলো সারা ভারতের, সারা জগতের অন্ধকারাচ্ছন্ন সময়ে আশার আলো দেখাবে। তবে মনে রাখবেন, কেউ যেন ঘরের বাইরে বেরোবেন না, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। ১৩০ কোটি ভারতবাসী যাতে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের প্রেরণা পায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও