![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/default/2017/03/22/100dcb23515b7836dedf72c88999c01b-58d262f8bd131.png?jadewits_media_id=null)
শেক্সপিয়ার ও মহামারি
প্রথম আলো
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২০, ১৮:৩১
মহামারিকালে সামাজিক দূরত্বের কথা বলেছিলেন শেক্সপিয়ার। সাধারণ ধারণা হচ্ছে, প্রতি শতাব্দীতে একটি মহামারি আসে। ইংরেজি সাহিত্যের প্রাণপুরুষ উইলিয়াম শেক্সপিয়ারও একাধিক মহামারি পেয়েছিলেন তাঁর জীবৎকালে। প্লেগ মহামারির সময় সেলফ কোয়ারেন্টিনে থাকাকালে তিনি লিখেছিলেন কিং লিয়ার। শেক্সপিয়ার বলেছিলেন, প্লেগ সামাজিক, লিঙ্গীয় ও ব্যক্তিগত দূরত্ব দূর করে দিয়েছিল। ১৫৬৪ সালে...