সন্ধ্যা নামছে। চারপাশের আলোও ম্লান হয়ে এসেছে। আমরা দিনাজপুরের বিরল উপজেলায়, কড়া আদিবাসীদের পাড়ায়। আমাদের সঙ্গ দেন গোত্রের প্রধান বা মাহাতো জগেন কড়া।