ট্টগ্রামের কর্ণফুলীর থানার কান্তিরহাট এলাকায় এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ি। শুক্রবার (০৩ মার্চ) সকাল আটটার দিকে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টার মহালখাঁন বাজার এলাকার আলোচিত পরিবার পরিকল্পনার অবসরপ্রাপ্ত মাঠকর্মী সেলিনার বাড়ির পাশে বাঁশের ঝোপে নবজাতক এক শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল দশটায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল আবছার। বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ্ আলম সুমন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতক শিশুর লাশটি উদ্ধার করা হয়েছে। তবে কোনো মামলা হলে জানানো হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.