কুয়েতে অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমার সুযোগ

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২০, ১২:১৩

চলতি মাসের ১ তারিখ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার। এই সাধারণ ক্ষমার আওতায় কোনও ধরনের আর্থিক জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন অবৈধ প্রবাসী বাংলাদেশিরা।বৃহস্পতিবার কুয়েতের বাংলাদেশ দূতাবাসের জরুরি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, সাধারণ ক্ষমার আওতায় দেশে ফিরতে চাইলে বিমানের টিকিটসহ সব ধরনের খরচ কুয়েত সরকার বহন করবে। যারা ফিরে যাবেন, সাধারণ নিয়মে আবার তাদের কুয়েতে ফিরে আসার সুযোগ পাবেন। কুয়েত ছেড়ে নির্দিষ্ট স্থানে কিছু সময়ে জন্য থাকতে হবে। এ সময়ে কুয়েত সরকার থাকা-খাওয়াসহ সব ধরনের খরচ বহন করবে।দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের আগামী ১৬ এপ্রিলের মধ্যে কুয়েতের নিম্নের ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। পুরুষদের জন্য যোগাযোগ ঠিকানা: ব্লক-১ ,রোড-১২২ , ফারওয়ানিয়া-কুয়েত। নারীদের জন্য ঠিকানা: ব্লক-১, রোড-৭৬, ফারওয়ানিয়া-কুয়েত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে