করোনাভাইরাস কি তাহলে বনরুই থেকেই ছড়াল?
এনটিভি
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২০, ১০:৪৫
প্রাণীটির নাম প্যাঙ্গোলিন। বিলুপ্ত প্রাণীটিকে বাংলাদেশে বনরুই বলে চেনেন সবাই। আর এই প্রাণীটিকেও এখন সন্দেহের চোখে দেখছেন বিজ্ঞানীরা। বলা হচ্ছে, চীনের বাজারে চোরাপথে নিয়ে গিয়ে বিক্রি করা এই প্রাণীটির দেহে এমন একটি ভাইরাস পাওয়া গেছে, যা কোভিড-নাইনটিনের সঙ্গে ‘ঘনিষ্ঠভাবে সম্পর্কিত’। প্যাঙ্গোলিন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি চোরাপথে পাচার হওয়া স্তন্যপায়ী প্রাণী। এটা খাদ্য হিসেবে যেমন ব্যবহৃত হয়, তেমনি ব্যবহৃত হয় ঐতিহ্যবাহী ওষুধ তৈরির জন্য। ঐতিহ্যবাহী চীনা ওষুধ তৈরির ক্ষেত্রে প্যাঙ্গোলিনের গায়ের আঁশের ব্যাপক চাহিদা রয়েছে এবং এদের মাংসও চীনে একটি উপাদেয় খাবার বলে গণ্য করা হয়। হংকং বিশ্ববিদ্য